ভূতগ্রস্ত

ভূতগ্রস্ত পংক্তিমালা
নিরন্তর
ঘাই মারে, টেনে নেয়।

তিন পংক্তির বেশি
অর্থহীন
অনিঃশেষ রতিসাধে দাপাদাপি তবু।

সমস্ত কবিতাই স্বপ্নাদ্য
পুরুষও
তা বলে মোহনবাঁশি বাজাবিনা বুঝি!

চকমকি ঠুসে যায় গোপন
শরীর
ছুঁয়েছে কি পুড়ে কাঠ।

অলৌকিক সন্ধ্যা আনে যে
দহন
কি করে ফেরাই তাকে?

 

 

 

 

 

 



 

ভূতগ্রস্ত পংক্তিমালা
নিরন্তর
ঘাই মারে, টেনে নেয়।