চীকউড বাগিচায় ফুলছবি

আজ কোন কথা নয়, আজ শুধু ছবি। ফুল-ছবি।

মেয়ে বাড়ি এসেছে দু’টি দিনের জন্য। আগে থেকে স্থির হয়ে থাকা পরিকল্পনা বাতিল হওয়ার ফলে আজ দুপুরটা তার সঙ্গ পাওয়া গেল। তার উৎসাহে তিনজনে মিলে চললাম ‘চীকঊড বাগিচা’-য়, মূলত টিউলিপ প্রদর্শনী দেখতে। শুনেছিলাম সেখানে এখন এক লক্ষ (একশ’ হাজার) টিউলিপ ফুটে আছে। তাছাড়া আরো নানা রকম ফুল। আবার শুনেছি, সেখানে আছে কাঠি-ঘর, শুকনো ডাল দিয়ে বানানো ঘর।
তবে আর কি! বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো!
আমাদের যাওয়ার জন্য কোন প্রস্তুতি ছিলনা। কিন্তু দিন ছিল উজ্জ্বল, অতি সুন্দর। অতএব, বেরিয়ে পড়া গেল।
শেষ মুহূর্তে কাঁধে ঝুলিয়ে নিলাম পুরাতন সাথীকে – নিকন ডি ৩০০।
যে ছবিগুলি তুলেছি, তাদের থেকে অনেককেই এখানে তুলে আনলাম।
এছাড়া, আমার বাড়ির ভিতর দিকের উঠান থেকে তোলা তিনিটি ছবি।

(১)

 

(২)

 

(৩)

(৪)

(৫)

(৬)

(৭)

(৮)

(৯)

(১০)

(১১)

(১২)

(১৩)

(১৪)

(১৫)

(১৬)

(১৭)

(১৮)

(১৯)

(২০)

(২১)

(২২)

(২৩)

(২৪)

(২৫)

(২৬)

(২৭)

(২৮)

(২৯)

(৩০)

(৩১)

এবারে আমার বাড়ির ফুল

(৩২)

(৩৩)

(৩৪)

তুলিদিদির দুপুরনীলা?

আজ কোন কথা নয়, আজ শুধু ছবি। ফুল-ছবি। মেয়ে বাড়ি এসেছে দু’টি দিনের জন্য। আগে থেকে স্থির হয়ে থাকা পরিকল্পনা বাতিল হওয়ার ফলে আজ দুপুরটা তার সঙ্গ পাওয়া গেল। তার উৎসাহে তিনজনে মিলে চললাম ‘চীকঊড বাগিচা’-য়, মূলত টিউলিপ প্রদর্শনী দেখতে। শুনেছিলাম সেখানে এখন এক লক্ষ (একশ’ হাজার) টিউলিপ ফুটে আছে। তাছাড়া আরো নানা রকম ফুল।…