জানি

[ বলিনি কখনো?
আমি তো ভেবেছি বলা হয়ে গেছে কবে।
– শূন্যের ভিতরে ঢেঊ / শঙ্খ ঘোষ ]

শুধু দোষারোপ –
কি শুনিনি, কি জানিনি, কি বুঝিনি
কত খতিয়ান তার।
চরাচর ভাঙ্গা ঢেউ
শূন্য তাই, ভাষাহীন
তোমার বোধের অহংকার।
সকলেই চেয়েছে আশ্রয় –
পেয়েছে কি?
দিয়েছ কি, পারতে যা তুমি?
কি বলেছ, কি বলনি
সে কথা এখন বলে
কোন পাপ খণ্ডাতে চাও?
যবনিকা পড়ে গেলে
সহস্র ঢেউয়ের অতলান্ত যোগফল
শূন্যতাই।

 

শুধু দোষারোপ –
কি শুনিনি, কি জানিনি, কি বুঝিনি
কত খতিয়ান তার।
চরাচর ভাঙ্গা ঢেউ