জলছবি

আকাশ ফালা ফালা হয়ে যাচ্ছিল
প্রবল বিদ্যুতে
(কথা ছিল শেষ সাক্ষাৎ হবে এই)
অঝোর ধারা ভিজিয়ে দিচ্ছিল আমার
পা, হাত, পেট, বুক, ঠোঁট, চোখ, চুল
(বলেই দিয়েছ তুমি, মানে নেই, কোনও মানে নেই)
পৃথিবীটা ভেঙ্গে যাচ্ছিল টুকরো হয়ে
একটা অন্তহীন দুঃস্বপ্নের মতো।
(এ ঘোর বরিষণে কে বা বাহিরায়!)
ঝাপসা আকাশ আর রাস্তার প্রান্তসীমায়
একটা বিরাট ধূসর ক্যানভাস জুড়ে
ভেসে উঠল প্রথম সম্ভাবনার চিহ্ন।
(এমনও হয়, ওগো এমনও হয়!)
বাইরের আর ভিতরের জলে
ভেসে যাওয়া
আমার চোখের নীচের থেকে তোমার আঙুল
সরিয়ে দিল লেপ্টে থাকা কয়েকটা চুল।
আস্তে করে বললে –
চলো।
(তার পরের কয়েকটা মুহূর্তকে
ধরে রাখুক আমাদের বাকি জীবন।)
আমরা তখন হাসছিলাম।
 
 
[দুকূল উৎসব ২০১৪ সংখ্যায় প্রকাশিত]





 

 

 

 

 

 

চলে তো একদিন যেতেই হবে,
সেটা বড় কিছু কথা না
তার আগে কত পথ হেঁটে গেলাম – কথা সে’টাই।