কিছুমিছু – ২
আলোকচিত্র নিয়ে কারিকুরি
– কি করছ?
– কে?
– আমি, এই যে এখানে।
– ও তুমি! কি চাও?
– তোমার আয়নায় ধরো আমায়।
– তারপর?
– আমার স্বপ্ন সফল করবে – সাজিয়ে তুলবে আমায়!
– তাই? অনেক কিন্তু সইতে হবে!
– আচ্ছা!
– হেসো না।
– বলো, শুনছি।
– মেঘ দেখেছ কখনো?
– আমি কি ভিজিনি কখনো …
– ঠিক আছে, ঠিক আছে, মেঘের ঘর কি ভাবে গড়ে ওঠে জানো?
– জলের স্তর পরের পরে
– তোমায় আমি গড়ব এবার তেমনি করে স্তরে স্তরে
– আর?
– তুমি থাকবে তোমার মতন নিজের মনে।(১)
– আর?
– প্রতিচ্ছবি গড়ব তোমার, পরের পর, দুই পরতে।(২)
– ওঃ!
– দ্বিতীয় পরতে ঘিরব তোমায়, দুর্গ যেমন, তোমায় শুধু, একটু করে, যত্ন করে, আগল ধরে।(৩)
– দুর্গ কেন?
– বাঁচাব তোমায়!
– কেমন করে?
– দেখতে পাবে। এখন থাকো চুপটি করে।
– এখন তবে …
– সেই পরতে পড়বে এবার মায়ার মুখোশ।(৪)
– মুখোশ?
– জালও তুমি বলতে পারো। আড়াল করতে দুর্গ তোমার।
– তার পরেতে?
– পরত জুড়ে ছড়িয়ে দেব ঘোর কুয়াশা।
– কেমন করে?
– পরতটাকে ঝাপসা করে, ঝাপসা করে, ঝাপসা করে …(৫)।
– আমিও তবে ঝাপসা তখন?
– মোটেও না। দুর্গ তোমায় রাখবে ধরে, আঁচড়বিহীন, অমলিন।
– তার পর?
– মনে আছে, সেই প্রথম পরত? সেই পরত-ই সাজাব এবার।
– সাজের শেষে?
– আর কিছু না। পরত কটা জুড়ে নিলেই, (৬) মেঘের ফাঁকে নগর যেমন – উপর থেকে, ঝাপসা মাঠের ভুবন জুড়ে, উজ্জ্বলতায় প্রস্ফুটিত, একটি মাত্র –
– আমি?
– ঠিক তাই, ছোট্ট হলুদ ঘাসফুলটি।

মূল ছবিঃ

————————————————
(১) non-destructive
(২) duplicating the original layer two times
(৩) selecting the flower tightly with lasso and/or other selection tools
(৪) adding mask to the layer with selection
(৫) blurring the layer with mask (preferably Gaussian blur)
(৬) flattening the layers.
ষষ্ঠ পাণ্ডবের আব্দারে নীচের ছবিগুলো মন্তব্যে জুড়ে দিয়েছিলাম।




আলোকচিত্র নিয়ে কারিকুরি
Recent Posts
Categories
- Blog
- Book Chapter
- featured
- অঞ্জলি
- অনুবাদ
- অনূদিত কবিতা
- অনূদিত গল্প
- আলাস্কা গ্লেসিয়ার বে
- ঈশপের গল্প
- কবিতা
- কিছুমিছু
- ক্যালিডোস্কোপ
- ক্রুজ
- গল্পপাঠ
- গুরুচন্ডালি
- ছোট গল্প
- টুকিটাকি
- দুকূল
- নীতিকথার অনুবাদ
- পাঠ প্রতিক্রিয়া
- ফটোগ্রাফি
- বইয়ের হাট
- বাছাই
- বেড়ানোর গল্প
- মৌলিক কবিতা
- রুট ৬৬ গ্রুপ পোস্ট
- রুট ৬৬ শারদীয়া ২০২০
- সচলায়তন
- স্মৃতিকথা