কিছুমিছু – ৪

 বিশৃঙ্খলা

 

কিছু না। কিছু বিশৃঙ্খলা – চিন্তা ও চেতনায়। ভাগ করে নিই, এই মাত্র।

 

বিশৃঙ্খলা
[Only Entropy Comes Easy – Anton Chekhov/ Gerd Schröder-Turk]

************
নক্ষত্রের চেয়ে
কিছু বেশী স্বাধীনতা –
কিছু আলো
মাটি হয়ে গিয়েছিল
মাটি আর জল
জীবনের রস
শ্যাওলা, জোনাকী হয়ে
হোমো সেপিয়েন্স
ভালবেসেছিল, ঘৃনা করেছিল, উপেক্ষাও
আবার আলোর আকাঙ্খী হয়ে
এমনকী স্থবিরতা চেয়ে
কবিতাও লিখেছিল
বৃত্ত সম্পূর্ণ করে
ফিরে গিয়েছিল
আরো কিছু
বিশৃঙ্খলা বুকে করে
কালের জঠরে|

 

 

 

 

 

কিছু না। কিছু বিশৃঙ্খলা – চিন্তা ও চেতনায়। ভাগ করে নিই, এই মাত্র।