নববর্ষ ১৪২৭
কেটে যাবে, এই দুর্দিন ও কেটে যাবে। আমরা কেউ কেউ থাকব না। কিন্তু, আমাদের মধ্যে বেশীরভাগ-ই এই করাল দিন পার করে বুকে টেনে নেবে প্রিয় মানুষকে। যে উন্মুখ ঠোঁট প্রতীক্ষায় কাটাচ্ছে এই দুঃসহ দিন, আশ্রয় নেবে কাঙ্খিত ঠোঁটে। সন্তান মিলবে দূরে আটকে থাকা মা-বাবার সাথে। নির্বাসিত শ্রমিক কাজে ফিরবে। বিদ্যালয়ের শূণ্য ঘরগুলি মুখরিত হয়ে উঠবে ফিরে আসা শিশুদের কলরবে। সকালে সন্ধ্যায় ব্যস্ত বাজারে চলবে বেচাকেনা। স্ব্বস্তি মিলবে জীবন বাজি রেখে, জীবন দিয়ে লড়ে যাওয়া স্বাস্থ্য কর্মীদের। বন্ধু হাত ধরবে বন্ধুর। একের পর এক আনন্দের ছবি, কাছে আসার ছবি, পরাণে পরাণ মিশিয়ে নেওয়ার ছবি, ফুটে উঠবে।
জীবন আবার ছুটে চলবে সময় নেই, সময় নেই বলে।
সেই অনাগত সুন্দর দিনের আকাঙ্খায় জানাই – শুভ নববর্ষ।
আসছে যে দিন, এসেই যাবে
চাই বা না চাই
দিই বা না দিই
আমার কাছে আসতে।
ভালো যে বাসে, বেসেই যাবে
চাই বা না চাই
দিই বা না দিই
সামনে এসে বাসতে।
ভাসবে ভেলা জোয়ার জলে
চাই বা না চাই
দিই বা না দিই
দূরের টানে ভাসতে।
দিন ফুরালে হঠাৎ সময়
পাই বা না পাই
ভুলে যেন না যাই
তখন হাসতে।
কেটে যাবে, এই দুর্দিন ও কেটে যাবে। আমরা কেউ কেউ থাকব না। কিন্তু, আমাদের মধ্যে বেশীরভাগ-ই এই করাল দিন পার করে বুকে টেনে নেবে প্রিয় মানুষকে।
Recent Posts
Categories
- Blog
- Book Chapter
- featured
- অঞ্জলি
- অনুবাদ
- অনূদিত কবিতা
- অনূদিত গল্প
- আলাস্কা গ্লেসিয়ার বে
- ঈশপের গল্প
- কবিতা
- কিছুমিছু
- ক্যালিডোস্কোপ
- ক্রুজ
- গল্পপাঠ
- গুরুচন্ডালি
- ছোট গল্প
- টুকিটাকি
- দুকূল
- নীতিকথার অনুবাদ
- পাঠ প্রতিক্রিয়া
- ফটোগ্রাফি
- বইয়ের হাট
- বাছাই
- বেড়ানোর গল্প
- মৌলিক কবিতা
- রুট ৬৬ গ্রুপ পোস্ট
- রুট ৬৬ শারদীয়া ২০২০
- সচলায়তন
- স্মৃতিকথা