নৈমিত্তিক

অবধারিত আর্তনাদ, খরখরে চোখ
যেন বরফ আর আগুন ছুঁয়ে যাচ্ছে একসাথে –
‘কী লাভ হল? সেই ভুলে গেলে?’
আর কী!
 
এক কাপ চা, একটু আদা দিয়ে
কপালে হাতের ছোঁয়া
‘বলেছিলাম, তোমার ঠাণ্ডা সহ্য হয় না’
এই তো!
 
সামনে এসে জামাটা একটু টেনে দিলে
অবাধ্য চুল আঙ্গুলের যতটা বসে
‘ইচ্ছে করে, বাড়িতেই রেখে যাই’
এটুকুই!
 
আধো ঘুমের ভিতর জেগে উঠে
মাথাটা টেনে বুকের মাঝে
‘ঘুম আসছে না? এসো’
শান্তি!
 
ভালোবাসার কতটুকু আর লাগে!
 
 
[ দুকূল ২০১৩ মে সংখ্যায় প্রকাশিত]


 

অবধারিত আর্তনাদ, খরখরে চোখ
যেন বরফ আর আগুন ছুঁয়ে যাচ্ছে একসাথে –
‘কী লাভ হল? সেই ভুলে গেলে?’
আর কী!