রঙ্গিলা সময়

এ এক রঙ্গিলা সময়
ভুল যেন না হয় সালামে।
সত্যের বিপরীতে অনায়াস আলিঙ্গন
ভিন্ন সত্য নামে।
বচন-বিলাসী, ছোট-বড় রাজা-রাণী,
অক্লেশে বিলান বাণী।
এমনকি অতিমারী –
ছেঁড়া পাতা
ঝরে গেলে যাবি,
অকারণে কেন মাথাব্যাথা!
ধর্ম-অর্থ-রাজনীতি
একত্রে আবাহনী গাও।
নির্বাচনী নদী বেয়ে দেশে দেশে
মানুষের লাশ – কাগজের নাও।

এই দিন তবু বদলাবে জেনো,
সময়ের চাকা থেমে নেই।
প্রশ্নটা এই, এগোবে এখন,
না কি রয়ে যাবে পিছনেই?

[রুট ৬৬ গ্রুপে প্রকাশিত, অক্টোবর ৪, ২০২০]

 

 

এ এক রঙ্গিলা সময়
ভুল যেন না হয় সালামে।
সত্যের বিপরীতে অনায়াস আলিঙ্গন
ভিন্ন সত্য নামে।