তিরিশ বছর আগে একদিন

(দশ বছর আগে বিশ্ব কবিতা দিবস উপলক্ষে লিখেছিলাম। ফেসবুক ফিরিয়ে আনল।
একেও তুলে রাখি এখানে।)

কাল তবে দেখা হবে 
দশটা তিরিশে
জানালার পাশে যদি 
জায়গাটা পাওয়া যায়
পরোয়া করি না 
মাইনেটা কাটা গেলে অফিসে
চলে যাব অনায়াসে 
কল্যাণী, ক্যানিং,  কি হাবরায়

হয়তো তোমার কাছেই
চেয়ে নেব টিকিটের দাম
চা-গরম, তার সাথে 
টুক-টাক কিছু ভাজাভাজি
ঠিক করে নিও তুমি 
স্টেশানের নাম – 
এত কথা বললাম, 
এক্ষুণি হও প্লীজ, রাজি।

যদি বলো এখনো যে 
বসন্ত সেই ভাবে আসেনি!
আমি বলি সেটাই তো 
বড়ো কথা সোনা রে! 
আমাদের মতো করে
কেউ ভালবাসেনি!
আমরা উড়াল দিলেই 
বসন্ত জেগে যাবে দুয়ারে! 
***

মার্চ ২১, ২০১৩








 

 

 

 

 

 



 

(দশ বছর আগে বিশ্ব কবিতা দিবস উপলক্ষে লিখেছিলাম। ফেসবুক ফিরিয়ে আনল।
একেও তুলে রাখি এখানে।)