তফাৎ

লেখার মত বিষয় এত বেশি যে
লেখা হয়ে ওঠে না।
প্রতিটা বিষয়ই অখণ্ড মনোযোগ দাবি করে
আর
সুবিচার করতে না পারার আশঙ্কায়
আমি ক্রমাগত ঠেকিয়ে রাখি
সবকটাকেই।
গেবে দেখলে, এটা নূতন কিছু না –
অনেক
রঙ্গী-বিরঙ্গী নেতৃবৃন্দ আর
অতিমান্য বিদ্বজ্জনদেরও একই অবস্থা।
তফাৎ একটু আছে অবশ্য –
আমার –
লেখা নেই,
বাজারের স্বাভাবিক নিয়মেই
কোনও প্রাপ্তিরও তাই দেখা নেই।
আর ওনাদের –
যে কোনও সময় করে ফেলতে পারেন
এই আশায় অথবা আশঙ্কায়
কাজ যত বাকি পড়ছে –
প্রাপ্তির পরিমাণ তত
বেড়েই চলেছে।

[ দুকূল ২০১৩ ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত]


 

লেখার মত বিষয় এত বেশি যে
লেখা হয়ে ওঠে না।
প্রতিটা বিষয়ই অখণ্ড মনোযোগ দাবি করে
আর