হার্লেম

মূল
কবিতাঃ Harlem
কবিঃ LANGSTON HUGHES
(https://www.poetryfoundation.org/poems/46548/harlem)

কি হয় সে স্বপ্নের যদি মুলতবি হয়ে যায় তার?

চিমসে শুকায় বুঝি
যেন কিসমিস খর রৌদ্রের তাপে?
না কি পেকে ওঠে কোন ক্ষতের মত
গলগল পুঁজ নামে দুঃসহ চাপে?

দুর্গন্ধে কি ভরে পচা মাংসের?
কিংবা চটা পড়া চিনির খোসায় ঢাকা
কোন মিষ্টির, ছিল যা রসের?
হয়তো নেহাত-ই ধ্বসে যায়

বিশাল বোঝার মত নিজের মনে।
না কি ফেটে পড়ে প্রবল বিস্ফোরণে?

অনুবাদ – জুন ২, ২০২০

*********************************

[প্রকাশিত – গুরুচন্ডালি]

 

কি হয় সে স্বপ্নের যদি মুলতবি হয়ে যায় তার?